নানার বাড়িতে বাচ্চু

ব্যান্ড সঙ্গীতের লিজেন্ড আইয়ুব বাচ্চুর মরদেহ এখন তার নানার বাড়ি পূর্ব মাদারবাড়ি বালুর মাঠে। শনিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে তার মরদেহ চট্টগ্রাম এসে পৌঁছায়।

- Advertisement -
নানার বাড়িতে বাচ্চু
বালুর মাঠে আইয়ুব ভক্তরা

তার ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন, তার বাবার কিছুই চাওয়ার ছিল না। আপনারা শুধু আমার বাবার জন্য দোয়া করবেন।

- Advertisement -google news follower

সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আইয়ুব বাচ্চুর মরদেহ। শেষবারের মত তাকে দেখার জন্য স্বজনরা জড়ো হয়েছে। বিকালে জমিয়াতুল ফালাহ মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আছরের নামাজের পর চৈতন্য গলির কবরস্থানে মা নূরজাহান বেগমের পাশে সমাহিত করা হবে আইয়ুব বাচ্চুকে।

৬শ’ টাকা পকেটে নিয়ে চট্টগ্রাম ছেড়েছিলেন আইয়ুব বাচ্চু। শেষবারের মতো পুরানো ঠিকানায় ফিরেছেন তিনি। আর চট্টগ্রাম ছাড়বেন না তিনি।

- Advertisement -islamibank

জয়নিউজ/ফয়সাল/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM