চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের পানি শোধনাগারের ভেতরে মজুদ রাখা প্লাস্টিকের স্তুপে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে অন্তত তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় ৫৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষমহয়।
আগুন লাগার তথ্যটি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ। তিনি বলেন, কর্ণফুলী ইপিজেডের কেন্দ্রীয় পানি শোধনাগারের ভিতরে মজুদ রাখা প্লাস্টিকের স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুন মুহুর্তেই চারপাশে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার স্টেশনের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জেএন/পিআর