কিংবদন্তির ব্যান্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর পঞ্চম জানাযা বাদ আছর জমিয়তুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। অর্ধ লক্ষাধিক মুসল্লি জানাযার নামাজে অংশ নেয়।
জানাযা পড়ান জমিয়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ আবু তালেব মো. আলাউদ্দিন।
জানাযায় নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন,বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গত বৃহস্পতিবার (১৮ অক্টোবর) মাত্র ৫৬ বছর বয়সে আইয়ুব বাচ্চু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে আসে। দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারবাদক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক।
জয়নিউজ/পার্থপ্রতীম/আরসি