ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও কালোবাজারি বন্ধে মনিটরিং সেল গঠন করেছে বাংলাদেশে রেলওয়ে। রবিবার (৭ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে জমা দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন টিকিট পেতে যেন ভোগান্তি না হয়, সেজন্য সফটওয়্যার সংশোধন করা হচ্ছে। সেই সাথে টিকিটবিহীন যাত্রী যেন ঢুকতে না পারে সে বিষয়ে ৫০টি স্টেশনে বিশেষ ফেন্সিং করা হচ্ছে।
হাইকোর্ট বলেন, রেলওয়ে উচ্চ আদালতের ওপর শ্রদ্ধাশীল। তারা স্বল্প সময়ে কাজ শুরু করেছে।
প্রতিবেদনটির ওপর শুনানি শেষে আগামী বুধবার (১০ আগস্ট) আদেশ দেবেন হাইকোর্ট।
এর আগে গত ২১ জুলাই রেলের কালোবাজারি বন্ধের আদেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধের নির্দেশনাও দেওয়া হয়।
জেএন/কেকে