বিকালে সংসদের শেষ অধিবেশন বসছে

দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন রোববার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।

- Advertisement -

এটি দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন। এবং শেষ অধিবেশন হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

- Advertisement -google news follower

২৩তম এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। বিকাল সাড়ে ৩টায় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করবেন।

২৩তম অধিবেশনের জন্য এ পর্যন্ত ১৩টি বিল সংসদের আইন শাখায় জমা রয়েছে। এর মধ্যে গত অধিবেশনের আটটি ও নতুন পাঁচটি বিল রয়েছে। তবে অধিবেশন চলাকালে আরও বিল জমা হতে পারে বলে সংসদ আইন শাখা থেকে জানানো হয়।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM