চট্টগ্রামের ওলিদ সেরা শিক্ষার্থীর সম্মাননা পেলেন মালয়েশিয়ায়

চট্টগ্রামের ওলিদ মালয়েশিয়ায় সেরা শিক্ষার্থীর সম্মাননা পেয়েছেন। পাচঁলাইশের নাসির উদ্দিন চৌধুরীর ছেলে ওলিদ বিন নাসির কভেন্ট্রি ইউনিভার্সিটি ইউকের সহযোগিতায় মালয়েশিয়ার ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ২০১৮ সালের জানুয়ারি ও ২০২১ সালের ডিসেম্বর সময়কালে তথ্যপ্রযুক্তিতে স্নাতক অধ্যয়ন করে কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে সেরা শিক্ষার্থীর সম্মাননা পেয়েছেন তিনি।

- Advertisement -

কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর লা ইম উইংয়ের কাছ থেকে ২৯ জুলাই সেরা শিক্ষার্থীর সম্মাননা পুরস্কার গ্রহণ করেন ওলিদ।

- Advertisement -google news follower

এ পুরস্কার কভেন্ট্রি থেকে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্তদের দেওয়া হয়। আর এ পুরস্কার পাওয়ার আগে সেরা শিক্ষার্থীদের নামে বিশেষ চিঠি প্রদান করেন প্রভাষক। সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রথম এই অনুষদে একজন বাংলাদেশি শিক্ষার্থী এই পুরস্কার পেলেন। ওলিদ অনুষদের সেরা শিকার্থী নিবার্চিত হওয়ায় এইচ আইএন গ্রুপের পক্ষ থেকে আরও একটি পুরস্কারে ভূষিত হয়েছেন। এইচ আইএন গ্রুপ অফ কোম্পানির মালিক লু চিং উই এক হাজার রিঙ্গিতের চেক ও সম্মাননা ওলিদের হাতে তুলে দেন।

ওলিদ বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং আন্তর্জাতিক পর্যায়ে এমন সম্মানজনক পুরস্কার জেতা খুবই গর্বের।

- Advertisement -islamibank

ওলিদের বাবা নাসির উদ্দিন চৌধুরী বলেন, সব বাবা-মা-ই চায় সন্তান লেখাপড়ায় ভালো করুক আমার কষ্ট আজ সফল হয়েছে। বিদেশের মাটিতে ওলিদ দেশের নাম উজ্জ্বল করেছে। আমি গর্বিত।

২০১৮ সালে ব্যাচেলর ইন ইনফরমেশন টেকনলজি বিষয়ে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়ন শুরু করেন ওলিদ। ২০২১ সালে ৮০ জন শিক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম পুরস্কার (ডায়মন্ড) জিতেছিলেন বাংলাদেশি এই শিক্ষার্থী।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ