চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগরের আলোচিত সেই রাজা ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুরে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারিক হাকিম মোহাম্মদ আব্দুল্লাহ খানের আদালতে পুলিশ সাত দিনের আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে একদিনের রিমান্ড দেওয়া হয়েছিল।
আজ মঙ্গলবার সকালে সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হারুন। তিনি জানান, প্রশাসনের গাড়ি বহর থেকে নামিয়ে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় গত ১৮ জুলাই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক হাকিম জিহান সানজিদার আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এবার দ্বিতীয় দফায় আবারো তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জেএন/পিআর