আরো একটি মৃত কাতলা মিললো হালদায়

হালদা নদী থেকে ১১ কেজি ওজনের আরো একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

বুধবার (১০ আগষ্ট) সকালে দশটার দিকে নদীর রাউজান অংশের সোনাই মুখ স্লুইস গেট এলাকার শাখা খাল থেকে মাছটি উদ্ধার করা হয়। মাছটির শরীরে পচন ধরেছে।

- Advertisement -google news follower

স্থানীয়দের কাছ থেকে মৃত মাছটির প্রথম খবর পান আইডিএফ এর কৃষি কর্মকর্তা নাজমুল হাসান ও স্বেচ্ছাসেবক প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল সওদাগর।

পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তাদের একটি টিম ঘটনাস্থলে এসে মাছটি উদ্ধারের পর মাটি চাপা দেন।

- Advertisement -islamibank

এর আগে গত ২৬ জুলাই সকালে উপজেলার গড়দুয়ারার নয়াহাট থেকে ১২ কেজি ২৬০ গ্রাম ওজনের একটি এবং একই দিন বিকেলে হালদা নদীর সত্তারঘাট এলাকা থেকে ১০ কেজি ৭৭২ গ্রাম ওজনের আরো একটি মৃত কাতলা মাছ পাওয়া যায়।

তাছাড়া এর আগের দিন ২৫ জুলাই সোমবার সকালে কাগতিয়া স্লুইচগেট এলাকায় প্রায় ৯ কেজি ১০০ গ্রাম ওজনের আরও একটি কাতলা ব্রুড মাছ মরা অবস্থায় উদ্ধার করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM