সত্তরোর্ধ্ব দম্পতি বিয়ের ৫৪ বছর পর প্রথম সন্তানের জন্ম দিলেন!

সত্তরোর্ধ্ব দম্পতি বিয়ের ৫৪ বছর পর প্রথম সন্তানের জন্ম দিলেন। আইভিএফ পদ্ধতিতে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৭৫ বছর বয়সী গোপীচাঁদ সিংহ ও ৭০ বছর বয়সী চন্দ্রাবতী দেবী। ভারতের রাজস্থানের ঘটনা। সন্তান প্রসবের পর মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছেন।

- Advertisement -

ভারতীয় গণমাধ্যমের খবর, চিকিৎসকরা জানিয়েছেন- ওই দম্পতির বাস রাজস্থান ও হরিয়ানা সীমান্তের ঝুনঝুনুতে।

- Advertisement -google news follower

বছর দেড়েক আগে তারা আলওয়ারের একটি ফার্টিলিটি ক্লিনিকে আসেন। গোপী ভারতীয় সেনাবাহিনীর সৈনিক ছিলেন।

বহু চেষ্টা করেও সন্তানধারণ করতে পারেননি তিনি। কয়েক বছর আগে ওই দম্পতি আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এর আগে বার দুয়েক আইভিএফ পদ্ধতিতে সন্তানধারণের চেষ্টা করলেও সেই চেষ্টা সফল হয়নি।

- Advertisement -islamibank

অবশেষে নয় মাস আগে তৃতীয় বারের চেষ্টায় গর্ভধারণে সক্ষম হন চন্দ্রাবতী। অন্তঃসত্ত্বা হলেও শেষ পর্যন্ত মা হতে পারবেন কি না তা নিয়ে নিশ্চিত ছিলেন না চিকিৎসকরা। চিকিৎসকদের আশঙ্কার মূলে ছিল তার বয়স।

তবে শেষ পর্যন্ত সন্তান প্রসবে সক্ষম হয়েছেন তিনি।
ভবিষ্যতে এই বয়সে আইভিএফ পদ্ধতিতে সন্তানধারণের ঘটনা ঘটার সম্ভাবনা কম। ইতিমধ্যেই দেশটির সংসদে আইন পাশ হয়েছে এই বিষয়ে।

সেই আইনে বলা হয়েছে, ৫০ বছর পেরিয়ে গেলে আর আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়া যাবে না। ২০২২ সালের জুন মাসে থেকে কার্যকর হয়েছে সেই আইন।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM