চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হার ৭ দশমিক ২০ শতাংশ

গেল ২৪ ঘন্টা সময়ে চট্টগ্রাম নগর ও উপজেলা পর্যায়ে নতুন করে আরও ৮ জন প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৭ দশমিক ২০ শতাংশ।

- Advertisement -

নতুন শনাক্ত ৮ জনের মধ্যে ৬ জন নগরীর এবং একজন হাটহাজারী ও অপরজন মিরসরাই উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৬৮ জন।

- Advertisement -google news follower

আজ রবিবার (১৪ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া করোনা মহামারির দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘন্টা সময়ে কোভিড জনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৭ জনের। এদের মধ্যে নগরের ৭৩৭ জন এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার।

- Advertisement -islamibank

তাছাড়া জেলায় মোট করোনা শনাক্তের মধ্যে ৯৩ হাজার ৭৮৮ জন নগরীর এবং ৩৪ হাজার ৮৮০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM