চট্টগ্রাম নগরে দস্যুতার সঙ্গে জড়িত ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রাত সাড়ে ৩টার দিকে তাদের ধরা হয়। এরা হলেন, মোঃ সালমান(২৮), মোঃ রাশেদুল ইসলাম (২৬) ও মোঃ ছলিম উদ্দিন (৪০)।
পুলিশ জানিয়েছেন, তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি, টিপ ছোরা ও লুণ্ঠিত ৫ হাজার টাকা, মোবাইল সেট উদ্ধার করা হয়।
এসআই নয়ন বড়ুয়াএসআই নয়ন বড়ুয়া জয় নিউজকে জানান, ১৫ আগষ্ট ভোর ৪টায় জনৈক সবুজ কাঁচামাল ক্রয়-বিক্রয় করার জন্য কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার কাপড়ের গলিস্থ ছিরিকোট বিল্ডিংয়ের সামনে পৌঁছে। এসময় সিএনজি নিয়ে অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী তাকে ছোরার ভয়ভীতি দেখিয়ে তার সাথে থাকা নগদ ৮,৯২০ টাকা ও মোবাইল সেট ছিনয়ে নেয়। এ বিষয়ে তিনি কোতোয়ালী থানায় মামলা করে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্য প্রযুক্তির সাহায্যে আসামীদের শনাক্ত করে গ্রেফতারে সক্ষম হয়।
তিনি জানান, ধৃত দস্যুদের বিরুদ্ধে কোতোয়ালী ও সদরঘাট থানায় একাধিক ছিনতাই, অস্ত্র ও মাদক মামলা রয়েছে।
জেএন/এফও