খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা বন্য হাতির আক্রমণে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) ভারতের আসাম-মেঘালয় সীমানা-সংলগ্ন লখিপুরের কাছে কুরাং গ্রামের এ ঘটনা ঘটে।
দেশটির বন কর্মকর্তা জানিয়েছেন, মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে বুনো হাতির একটা দল খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। ওই সময় তাদের সামনে পড়ে প্রাণ যায় ওই তিনজনের। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় প্রায়শই হানা দিয়ে ঘরবাড়ির ক্ষতি করে বন্য হাতির দল।
গত মাসে গুয়াহাটির আমচিং জোরাবাট এলাকায় বুনো হাতির হামলার মুখে পড়েন এক যুবক। এর আগেও গত মে মাসে গোয়ালপাড়া জেলায় বন্য হাতির আক্রমণে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়। খবর আনন্দবাজার
জেএন/পিআর