ডিমের দামে কারসাজি: অভিযানে জরিমানা গুনল ৩ আড়তদার

মূল্য তালিকা না টাঙ্গিয়ে নিজেদের ইচ্ছেমতো ডিম বিক্রির অপরাধে নগরীর রেয়াজউদ্দিন বাজারের তিন আড়তদার ও দুই খুচরা বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

আজ শনিবার (২০ আগস্ট) ডিম মজুদ রেখে দামে কারসাজির গোপন তথ্য পেয়ে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

- Advertisement -google news follower

তিনি বলেন, আড়তে মূল্য তালিকা না টাঙ্গিয়ে নিজেদের ইচ্ছেমতো একেক জনের কাছে ভিন্ন ভিন্ন দামে ডিম বিক্রি করছিলেন কয়েকজন আড়তদার। কারো কাছে ১শ পিস ডিম ৯৪০ টাবায় আবার কারো কাছে ৯৭০ টাকায় বিক্রি করা হয়।

অভিযানে হাতে নাতে ডিমের দামে কারসাজির প্রমাণ পাওয়ায় তিন আড়তদারকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -islamibank

পাশপাশি বেশি দামে ডিম বিক্রি করায় একটি খুচরা ডিমের দোকানকে ৩ হাজার টাকা ও মূল্য তালিকা না থাকায় একটি মুদি দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ক্রেতার স্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM