করোনা শনাক্ত ২৫৮, মৃত্যু ১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৮ জন।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় দেশে মোট পাঁচ হাজার ৮৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে এসময় করোনা শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩৮ শতাংশ। এর আগেরদিন সংক্রমণের হার ছিল তিন দশমিক ৮৯ শতাংশ।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৭৪৮ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

- Advertisement -islamibank

এছাড়া সরকারি হিসাবে করোনার সংক্রমণে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৩২০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে ২২১ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৫৪ হাজার ৮০৬ জন। দেশে করোনায় মোট সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ।

উল্লেখ্য ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM