চট্টগ্রাম রেল স্টেশন থেকে বাড়ি যাওয়ার সময় এক সেনাসদস্য ও সাংবাদিককে লাঞ্ছনা ও রক্তাক্ত অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যকে আটক করেছে র্যাব। ঢাকা ও চট্টগ্রাম থেকে তাদের আটক করা হয়েছে।
ঘটনাটি ১২ আগস্টের হলেও প্রকাশ্যে আসে বুধবার (২৪ আগস্ট)। এদিন ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেনের বগিতে ওঠার সময় অতিরিক্ত টাকা দাবি নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে আরএনবি সদস্যরা সেনাদসদস্য ও এক সাংবাদিককে লাঞ্ছিত করে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্তও করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান।
বরখাস্ত হওয়ার সদস্যরা হলেন- সিপাহী মাইন হাসান রাকিব, লিটন চাকমা, ইয়াসির আরাফাত ও হাবিলদার মো. রবিউল ইসলাম।
রেজওয়ানুর রহমান বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের যাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে আরএনবির চারজনকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত হচ্ছে।
জেএন/কেকে