সম্রাটের জামিন বাতিল চাই দুদক-হাইকোর্টে আবেদন

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাঈল চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২৭ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

- Advertisement -

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সম্রাটের জামিন বাতিল আবেদনের বিষয়ে রবিবার (২৮ আগস্ট) শুনানি হতে পারে। গণমাধ্যমকে এমনটাই দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

- Advertisement -google news follower

এর আগে গত ২২ আগস্ট চিকিৎসা সংক্রান্ত নথি দেখে, শর্তসাপেক্ষে সম্রাটকে জামিন দেয় ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক আল আসাদ মো. আরিফুজ্জামান। পাসপোর্ট জমা দিতে বলা হয় তাকে।

গত ১০ আগস্ট আপিল বিভাগ তার জামিন আবেদন নামঞ্জুর করে। এর আগে ১১ মে সব মামলায় জামিনের পর মুক্তি পান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

- Advertisement -islamibank

১৮ মে সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্ট। সেইসঙ্গে ৭ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।

হাইকোর্ট বলে, আইন মেনে জামিন দেয়নি নিম্ন আদালত। ২৪ মে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও, তা নামঞ্জুর করে কারাগারে পাঠায় নিম্ন আদালত।

২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM