শেয়ার বাজার : বেড়েছে ৯ হাজার ১৬ কোটি টাকার মূলধন

দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন হয়েছে গেল পুরো সপ্তাহে। বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ১৬ কোটি ৭০ লাখ টাকা।

- Advertisement -

বেড়েছে বিভিন্ন কোম্পানির শেয়ারের ইউনিট দর। শনিবার (২৭ আগস্ট) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

- Advertisement -google news follower

তথ্য মতে, গেলো সপ্তাহের শেষে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ২৪০ কোটি ৩৭ লাখ ২১ হাজার টাকা। সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার ১০৯ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা।

আলোচ্য সময়ের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ১৩১ কোটি ১৪ লাখ ২৩ হাজার টাকা।

- Advertisement -islamibank

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৪১ হাজার ৩০৮ কোটি ২০ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন সিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৪৫ হাজার ১৯৩ কোটি ৬৭ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৮৮৫ কোটি ৪৭ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো শেয়ারবাজারে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ১৬ কোটি ৭০ লাখ টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে ৬ হাজার ৯৩৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩৮ কোটি ৭০ লাখ ৮৪ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬৭ পয়েন্টে অবস্থান করছে।

গেলো সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে ১৬৮ কোটি ৪৩ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন হয়েছে।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৬৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৭২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৭৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪২৭ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ১৬৫টির দর বেড়েছে, ১০৩টির কমেছে এবং ৮৩টির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM