হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে একটি দেশি তৈরি ড্রেজার মেশিন ও ১ হাজার ২শ’ মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (২১ অক্টোবর) রাতে এগুলো উদ্ধার করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জয়নিউজকে বলেন, গুমানমর্দ্দন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকাবাসীর সহায়তায় হালদা নদী থেকে উদ্ধার করা অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার ও ১২শ’ মিটার অবৈধ ঘেরা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, সচিব আবু তৈয়ব, ইউপি সদস্য জামাল উদ্দীন ও ইউপি সদস্য বাসী আলম।
জয়নিউজ/শহীদ