চান্দগাঁওয়ে ৪ ছোরাসহ ৪ ছিনতাইকারী ধৃত

নগরের চান্দগাঁও থানার এককিলোমিটার আইডিয়াল হেলফ কেয়ারের সামনে থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি ছোরা উদ্ধার করা হয়। আজ শুক্রবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

- Advertisement -

গ্রেফতারকৃতরা হলেন- নগরের বন্দর থানার ছনখোলা ক্রসিং এলাকার শাহ নেওয়াজের পুত্র নুর নেওয়াজ (১৯), নোয়াখালীর হাতিয়া থানার ৮নং ওয়ার্ডের আব্দুর রহীমের সন্তান মোহাম্মদ ইমন (২০), চট্টগ্রামের সাতকানিয়ার কাইন্দা ৯নং ওয়ার্ডের মোহাম্মদ শফির সন্তান মোহাম্মদ রুবেল (১৯) ও ভোলার লালমোহন থানার ৭নং পশ্চিম চর উম্মেদ ইউনিয়নের আব্দুল মালেকের সন্তান মোঃ শরিফ (২৫)।

- Advertisement -google news follower

অভিযানে নেতৃত্ব দেওয়া চান্দগাঁও থানার উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের জন্য অবস্থান নিলে আমরা তাদের ধরতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেএন/এফও/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ