দেশে করোনায় এক মৃত্যু-শনাক্ত ২৩০

সারাদেশে গেল ২৪ ঘন্টা সময়ের মধ্যে নতুন করে আরো ২৩০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। নতুন শনাক্তদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাড়াল ২০ লাখ ১২ হাজার ৭৬১ জন।

- Advertisement -

আজ রবিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

- Advertisement -google news follower

আগের দিনও এই রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৬৬৯ জনের নমুনা পরীক্ষা করে ২৩০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪ দশমিক ৯৩ শতাংশ।

- Advertisement -islamibank

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৪৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

তাছাড়া দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ২৭১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM