সমুদ্র পারাপারের জন্য নির্মিত বিশ্বের দীর্ঘতম সেতুটি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরে আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করেন। এ সময় হংকং ও ম্যাকাওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হংকং ও ম্যাকাওয়ের সঙ্গে চীনের ঝুহাই শহরের সংযোগ স্থাপনকারী সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে দুই হাজার কোটি মার্কিন ডলার।
নয় বছর আগে এই সেতুর নির্মাণকাজ শুরু হয়। মঙ্গলবার উদ্বোধন করা হলেও বুধবার (২৪ অক্টোবর) এ সেতু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে।
৫৫ কিলোমিটার দীর্ঘ সেতুটি ২০১৬ সালে উদ্বোধন করার কথা ছিল। কিন্তু বারবার নির্মাণকাজ পিছিয়ে যাওয়ায় তা উদ্বোধনও পিছিয়ে যায়।
সংশ্লিষ্টরা জানান, এই সেতুর কারণে বিভিন্ন শহরের মধ্যে যাতায়াতের সময় তিন ঘণ্টা থেকে ৩০ মিনিটে নেমে আসবে। ফলে সাধারণ যাত্রী ও ট্যুরিস্টরা সহজেই ওই এলাকায় ঘুরে বেড়াতে পারবেন।গাড়িতে চলাচলের সময় কমে আসার সঙ্গে সঙ্গে হংকং থেকে প্রাইভেট কারের মালিকরা বিশেষ পারমিট ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন।
সেতুটির কারণে হংকংয়ে চীনা পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
জয়নিউজ/আরসি