বাঁশখালী থেকে জসিম বাহিনীর প্রধান জসিম ডাকাতসহ ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৫টি ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার তিনজন হলেন- মো. জসিম (৩৫), আব্দুল মাবুদ (৫২) ও মো. ওসমান গনি (২৫)।
মো. নুরুল আবছার বলেন, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার নাপুরা এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়েছে।
তিনি বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পরস্পর যোগসাজশে জব্দ করা অস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। এছাড়াও বিভিন্ন মাদক কারবারিদের মাদক ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতকল্পে অস্ত্রগুলো ব্যবহার হতো। আসামিদের বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালী থানায় সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি, হত্যা, হত্যা চেষ্টা এবং অপহরণ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
জেএন/কেকে