দুটি প্রাইভেটকারের মডেল এবং রং একই, পার্কিংয়েও রাখা হয়েছিল পাশাপাশি। সাফায়েত হোসেন নামে এক ব্যক্তি নিজের গাড়ি মনে করে আরেকজনের প্রাইভেটকার নিয়ে বাসায় চলে যান। এর কিছুক্ষণ পর পার্কিংয়ে এসে নিজের প্রাইভেটকারটি না পেয়ে পুলিশের শরণাপন্ন হন গাড়িটির মালিক ওমান প্রবাসী মহিউদ্দিন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার হোটেল রেডিসন ব্লুর বিপরীতে লাইকি রেস্টুরেন্টের পাশে নৌবাহিনীর গাড়ি পার্কিংয়ের স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ওমান প্রবাসী মহিউদ্দিন নিজের প্রাইভেটকারটি (চট্টমেট্রো খ-১১-১৯৭৫) পার্কিংয়ে রেখে পাশের রেস্টুরেন্টে যান নাস্তা করতে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে পার্কিংয়ে নিজের গাড়িটি না পেয়ে কোতোয়ালী থানার শরণাপন্ন হন তিনি। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে দেখে পায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত একই রঙের আরেকটি প্রাইভেটকার একই পার্কিংয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পরে পুলিশ প্রাইভেটকারটির ভেতরে থাকা মোবাইল নম্বর পেয়ে যোগাযোগ করলে সাফায়েত হোসেন নামেও ওই ব্যক্তি ফোন ধরেন। তিনি তখনই জানতে পারেন রাতে আরেকজনের গাড়ি তিনি নিয়ে এসেছেন।
পরে সাফায়েত হোসেন বাসার পার্কিংয়ে গাড়ির নম্বর দেখেন এটি তার গাড়ি নয়। তার প্রাইভেটকারের নম্বর- চট্টমেট্রো-গ-১১-৯৪০০।
তখন তিনি পুলিশকে জানান, একই রঙের হওয়ায় রাতে ভুলবশত নিজেরটি রেখে অন্য গাড়িটি নিয়ে তিনি বাসায় গেছেন। এরপর সাফায়াত হোসেন প্রাইভেটকারটি নিয়ে কোতোয়ালী থানায় যান। পরে বদল হওয়া গাড়ি নিয়ে বাসায় ফিরেন সাফায়াত।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, একই রং ও মডেল হওয়ায় রাতে ভুলবশত একজনের গাড়ি আরেকজন নিয়ে গেছেন। পরে দুপক্ষই বিষয়টি বুঝেছেন, কোনো অভিযোগ না দেওয়ায় যার যার গাড়ি তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
জেএন/কেকে