পাহাড়ের ঢাল বেয়ে নামছে পাথর

পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাচ্ছে
দ্রুতগামী, শব্দহীন ….
ভারী এক কৃষ্ণ পাথর,
নামছে রাত্রি দিন,
নেমে যাচ্ছে,
ধাবমান বিশাল পাথর;
পাদদেশে জনপদে নেমে যাবে;

- Advertisement -

কিছু অর্বাচীন
একে ভাবে উৎসবের আয়োজন,
করতালি মুখরিত করে তোলে পাহাড়ের ঢাল
কিছু লোক বাদ্যের সন্ধানে গেছে,
কিছু লোক সাজসজ্জ্বা শেষে  আসে ফিরে;

- Advertisement -google news follower

পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাচ্ছে
ভারী, নির্বিকার,‌ কৃষ্ণ পাথর,
জনপদে মৃত্যু এসে উঁকি দেয়,
গড়িয়ে গড়িয়ে আসে ধ্বংসের আয়োজন;
মৌণ হয়ে দিন গোণে
নামহীন গোত্রহীন।

পাহাড়ের ঢালে যারা উৎসাহের আতিশয্যে
ভুলে গেছে সমতলে জনপদে তারা কোনো আগন্তক নয়;
যারা আজ পাহাড়ের ঢালে বসে
করতালি বাজায় সোৎসাহে
তাঁদেরকে চিনে রাখি আজ এই পাথর সময়ে।

- Advertisement -islamibank

পাহাড়ের ঢাল বেয়ে নামছে পাথর

আলী রীয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছাড়াও শিক্ষকতা করেছেন ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে। সাংবাদিক হিসেবে কাজ করেছেন বিবিসিতে। এখন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক। ‘আমি নেই আমার না-থাকা আছে’ আলী রীয়াজের প্রথম কাব্য গ্রন্থ। আলী রীয়াজ কবিতা লেখা শুরু করেন সত্তরের দশকের মাঝামাঝি, তখন ডাকসুতে সাহিত্য সম্পাদক ছিলেন এবং বামপন্থি ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন।
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM