২ দাখিল পরীক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক পরীক্ষার্থী।

- Advertisement -

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আমুয়াবাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে নাইম খান (১৫) ও একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাকিল খান (১৫)। আহত ব্যক্তির রানা। তারা স্থানীয় মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদরাসা থেকে পরীক্ষা দিচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ঘাটাইল উপজেলার আমুয়াবাইদ এলাকার তিন বন্ধু নাঈম, শাকিল ও রানা মোটরসাইকেলযোগে দেওজানা থেকে ছনখোলা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে তাদের দ্রুত গতির মোটরসাইকেলটি আজাদিয়া দাখিল মাদরাসার সামনে পৌঁছলে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিল ও নাঈমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে সেখানে রাত পৌনে ১টার দিকে শাকিল ও রাস্তায় নাঈম মারা যায়। এ ঘটনায় আহত রানা টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -islamibank

এ বিষয়ে ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান, এ ঘটনায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন। তবে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM