হিমালয়ের দেশ নেপালে লাল-সবুজের বিজয় কেতন উড়িয়ে মেয়েদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশের বাঘিনীরা দেশে ফিরেছে। বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে সানজিদা-কৃষ্ণাদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে।
বিমানবন্দরে চ্যাম্পিয়নদের অভ্যর্থনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ক্রীড়া সচিব, বাফুফের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা। ফুল দিয়ে বরণ করে মিষ্টিমুখ করানো হয় সাবিনাদের।
এরপর তহুরা-রূপনাদের ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে নেয়া হবে বাফুফে ভবনে। বাসটি কাকলি, জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণী-তেজগাঁও-মৌচাক ঘুরে কাকরাইল যাবে। সেখান থেকে ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর দিয়ে মতিঝিলে বাফুফে ভবনে পৌঁছবে।
বাফুফেতে চ্যাম্পিয়ন কন্যাদের বরণ করবেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির প্রধান কাজী সালাউদ্দিন। ফটো সেশন হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হবে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরা লাল-সবুজের দল।
জেএন/কেকে