বড় ডিগ্রি পেলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায় না : মেয়র

নেতিবাচক শিক্ষা কখনও প্রকৃত শিক্ষা হতে পারে না উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শুধু বড় বড় ডিগ্রী পেলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায় না। শিক্ষার সঙ্গে থাকতে হবে রুচিবোধ ও মানবতাবোধ। তবেই সেই শিক্ষা হয়ে উঠবে প্রকৃত শিক্ষা।

- Advertisement -

বুধবার (২৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন সম্মেলন কক্ষে করপোরেশনের পরিচালনাধীন চার শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

সভায় দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, বাগমনিরাম আবদুর রশীদ সি/এ বালক উচ্চ বিদ্যালয়, পোস্তারপাড় সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় ও কুলগাঁও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়সহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বিগত কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন এবং আলোচ্যসূচির উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

- Advertisement -islamibank

চসিকের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষা কর্মকর্তা ও সচিব মো. আবুল হোসেনের সঞ্চালনায় সভায় বাগমনিরাম আবদুর রশীদ সি/ক বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষে প্রফেসর মুহাম্মদ এনামুর রশিদ চৌধুরী, মো. আবদুল করিম বাচ্চু, রাশেদা বেগম, মো. শফিউল আজম, সুকুমার দেবনাথ, দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষে কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, নুরুল আলম, রীনা আকতার, মাহমুদুল ইসলাম, আমীর হোসেন, মো. হারুনুর রশীদ, পোস্তারপাড় সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষে ফাতেমা বেগম, মো. মনোয়ার আলী রানা, মো. মমতাজুর রহমান, বিশ্বজিত সরকার, মো. শামসুল আলম, কুলগাঁও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষে মো. ইয়াকুব, এস এম হাসান মুরাদ, মোহাম্মদ কামাল, কামরুন্নাহার হামিদ, রোকেয়া বেগম, এস এম এহছান উদ্দীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM