চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১৯ জন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ওই রোগী নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের হিসেব মতে, এ বছর এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে কোনো রোগীর মৃত্যু হলো।
তিনি বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত ৩৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
জেএন/কেকে