বিভাগীয় কমিশনার চট্টগ্রামের সম্মেলন কক্ষে বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দীনের সভাপতিত্বে রোববার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সদস্য সচিব জেলা নিরাপদ খাদ্য কর্মকতা নাজমুস সুলতানা সীমার সঞ্চালনায় আলোচনায় অংশনেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বিএসটিআই চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী নুরুল ইসলাম, জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ ফয়েজউল্যাহ, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি ইলিয়াছ ভুইয়া, চট্টগ্রাম ড্রিংকিং ওয়াটার ওয়ানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সল আবদুল্লাহ আদনান, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোরটাস অ্যাসোসিয়েশনের এস এম শোয়াইব হাসান প্রমুখ।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালকসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিনিধিবৃন্দ।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দীন নিরাপদ খাদ্য বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্ঠিতে সরকারের বিভিন্ন দপ্তর ও বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। লাইন্সেবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের অভিযান জোরদার করা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, হোটেল রেস্তোরায় বারবার একই তেল দিয়ে ভাজাপোড়া বন্ধ ও পোড়াতেল সংরক্ষন, বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের বজ্য ব্যবস্থাপনার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতা সৃষ্টির ওপর জোর দেন। জেল জরিমানার পরিবর্তে উদ্ভুদ্ধকরণ কর্মসুচির মাধ্যমে মানুষের আচরন পরিবর্তনে কাজ করার পরামর্শ দেন।
সভার শুরুতে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা স্লাইডের মাধ্যমে খাদ্যে বিভিন্ন ক্যামিকেল মিশ্রণ ও অনিরাপদ আচরন- অভ্যাসের কারনে ক্ষতিকর বিষয় ও করনীয় তুলে ধরেন।
জেএন/এও