বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা

আগামী তিন মৌসুমের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির জন্য চূড়ান্ত করা ৭টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

- Advertisement -

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতি দিয়ে ফ্র‍্যাঞ্চাইজিগুলোর নাম নিশ্চিত করেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল।

- Advertisement -google news follower

অনেক গুঞ্জনের পরও দল নেয়নি অন্যতম সফল দুই ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানস। বেক্সিমকোর বদলে ঢাকার মালিকানা এবার পেয়েছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড।

খুলনার মালিকানায় থাকছে মাইন্ডট্রি লিমিটেড। ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেডের মালিকানায় বরিশালের ফ্র্যাঞ্চাইজি।

- Advertisement -islamibank

চট্টগ্রামের দলের মালিকানায় আছে ডেলটা স্পোর্টস লিমিটেড। টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ) পেয়েছে রংপুরের মালিকানা। সিলেটের দায়িত্বে থাকছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড। শেষ দিকে নাম লেখানো কুমিল্লা ভিক্টোরিয়ান্সও আছে আসন্ন তিন বিপিএলে।

তবে সাকিব আল হাসানের ব্যবসা প্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিমিটেড ‘মোনার্ক পদ্মা’ নামে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পাওয়ার গুঞ্জন গুঞ্জনই রয়ে গেল। অর্থাৎ সাকিবের মোনার্ক পদ্মা বিপিএলে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পায়নি।

বিপিএলের আগামী আসর শুরু হওয়ার কথা ২০২৩ সালের ৩ জানুয়ারি। পরের দুই আসরেও মালিকানায় থাকবে এই প্রতিষ্ঠানগুলো।

বিপিএলের মালিকানা পেল যেসব প্রতিষ্ঠান :
ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল), মাইন্ডট্রি লিমিটেড (খুলনা), প্রগতি গ্রীন অটো রাইস মিল লিমিটেড (ঢাকা), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট), টগি স্পোর্টস লিমিটেড, বসুন্ধরা গ্রুপ (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম), কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)।

জেএন/এও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM