চট্টগ্রাম নগরের কদমতলী রেলগেটে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একটি প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ের একটি ইঞ্জিন পাহাড়তলীর দিকে যাচ্ছিল। এ সময় রেলগেটের দুই পাশের বার ফেলা ছিলো। কিন্তু উল্টোপথ দিয়ে একটি প্রাইভেটকার রেললাইনের ওপরে চলে আসে। এতে ইঞ্জিনের ধাক্কায় প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
তিনি বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে প্রাইভেটকারটি ওই অবস্থায় ঘটনাস্থল থেকে চলে যায়। এই ঘটনায় কেউ মারা যায়নি। প্রাইভেটকারের চালক সামান্য আহত হয়েছেন বলে জানতে পেরেছি। রেল ইঞ্জিনেরও কোনো ক্ষতি হয়নি বলে জানতে পেরেছি।
জেএন/এও