চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের জন্য আন্দরকিল্লাস্থ ব্যাংক কার্যালয় এলাকায় বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর থিয়েটার ইন্সটিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা জানান।
সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, ব্যাংকের ভবন নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে অনুমতি গ্রহণসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এজন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়াও চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা আধুনিক বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করতে পারব।
সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক আশীষ কুমার বড়ুয়া বলেন, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার সমবায় ব্যাংকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। দেশের কৃষি শিল্প খাতকে স্বনির্ভর করার লক্ষ্যে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপ নতুন দিগন্তের সূচনা করেছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা সমবায় অফিসার মুরাদ আহাম্মদ, চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সরকার মনোনীত সদস্য মোহাম্মদ সাজ্জাদ, সদস্য মুজিবুর রহমান, সদস্য শওকত আলী, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ এরফানুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সহকারী পরিদর্শক মৃত্যুঞ্জয় দাশ। সাধারণ সভায় চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের হিসাব রক্ষণ কর্মকর্তা আশফাকুল আলম সবুজসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা সমবায় সমিতির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএন/এও