৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প মিয়ানমারে

৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমারে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে এ ভূমিকম্প অনুভুত হয়।

- Advertisement -

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে রয়টার্স বলছে, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে, সেখানে এর গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।

- Advertisement -google news follower

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় ৪টা ২২ মিনিটে মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মওলাইকে ভূমিকম্প হয়েছে।

এদিকে শুক্রবার ভোরে বাংলাদেশেও বিভিন্ন স্থানে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে কোনও সূত্র থেকে দেশে কম্পনের খবর নিশ্চিত করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে অনেক ব্যবহারকারী ভূমিকম্প টের পাওয়ার কথা জানিয়েছেন।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM