ইলেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) কারচুপি কিংবা জাল ভোট দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। আজ শুক্রবার বেলা ১১টায় বগুড়া সার্কিট হাউসে জেলা পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
রাশেদা সুলতানা বলেন, ‘আমরা সব দিক পর্যালোচনা করে দেখেছি। নিশ্চিত হয়েছি বলেই আগামী নির্বাচনে প্রায় ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করতে চাচ্ছি। বিগত দিনে ইলেকশন করে দেখেছি মেশিনটা (ইভিএম) আসলেই ভালো। ইভিএমে ভোট আসলে নিরাপদ। এখানে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।’
সাংবাদিকদের উদ্দেশে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘আমরা বরাবরই চাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু। ভোটের পরিবেশ সুন্দর থাকার পাশাপাশি ভোটাররা যাতে তাদের ভোট নিরাপদে পছন্দের প্রতীকে দিতে পারেন। আমরা বিএনপিকে সংলাপে ডেকেছি। বিএনপি যদি মনে করে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না, এটি তারা করতেই পারে। এখানে আমাদের বলার কিছু নেই। তবে নির্বাচন কমিশন সংবিধান মেনে, আইন মেনে ভোট করবে।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ইচ্ছে ছিল জাতীয় নির্বাচনে শতভাগ আসনে ইভিএমে ভোট করার। কিন্তু ইভিএম সরবরাহ স্বল্পতার কারণে সেটা সম্ভব হয়নি। এ কারণে ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করা হচ্ছে।’
বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জিয়াউল হকের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী, জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএন/এফও/এও