তেল বাণিজ্যবিষয়ক জোট ওপেকপ্লাসের প্রতিদিন এক মিলিয়ন ব্যারেলের বেশি তেলের উৎপাদন কমানোর কথা জানানোর পর এশিয়ায় ৩ শতাংশের বেশি বেড়েছে তেলের দাম। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্বে ব্রেন্ট ক্রুড ফিউচার তেলের দাম ব্যারেলপ্রতি ২.৫১ ডলার বেড়ে বিক্রি হচ্ছে ৮৭ দশমিক ৬৫ ডলারে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩৯ ডলার বেড়ে বিক্রি হচ্ছে ৮১ দশমিক ৮৮ ডলারে।
ওপেকপ্লাস মূলত ওপেক দেশগুলো এবং রাশিয়াসহ মিত্র দেশগুলোকে একত্র করে। বিশ্ব অর্থনীতিকে চাঙা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রধান গ্রাহকদের চাপ সত্ত্বেও তেলের দাম কমানো ও উৎপাদন বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করেছে সংস্থাটি।
এ ছাড়া তেলের দরপতন ও কয়েক মাস ধরে বাজারে তীব্র অস্থিরতার পরিপ্রেক্ষিতে ৫ অক্টোবর এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হবে বলে জানায় জোট।
এর আগে গতকাল রোববার আগামী সপ্তাহ থেকে প্রতিদিন এক মিলিয়ন ব্যারেলেরও বেশি তেলের উৎপাদন কমানোর বিষয়ে বিবেচনার কথা জানায় তেল বাণিজ্যবিষয়ক জোট ওপেকপ্লাস। মহামারির পর এটি সবচেয়ে বড় উৎপাদন হ্রাস।
উল্লেখ্য, বিশ্ব অর্থনৈতিক মন্দা ও ফেডারেল রিজার্ভের হার বাড়ানোর পরও গত মাসে ক্রমাগতভাবে তেলের দাম কমেছে।
গত ৬ সেপ্টেম্বর ওপেকভুক্ত দেশগুলো তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। তখন এক বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রতিদিন এক লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে সংস্থাটি। তখন থেকেই বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।
জেএন/এফও/এও