ট্রেনে পাথর নিক্ষেপ, দুই চালক আহত

নগরের পাহাড়তলী এলাকায় ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনের সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রেনের দুই চালক আহত হন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পাহাড়তলীর কৈবল্যধাম এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসান আহমেদ। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ট্রেনটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ট্রেনটি পাহাড়তলী স্টেশন অতিক্রম করার সময় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের সামনের কাঁচ ভেঙে যায়।

- Advertisement -google news follower

আহত দুজন হলেন— ট্রেন চালক (লোকোমাস্টার) মুন্সী মোহাম্মদ রাসেল এবং সহকারী চালক সুমন কুমার শীল। পাথরের আঘাতে গ্লাস ভেঙে হাত সামান্য কেটে গেছে বলে জানা গেছে।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বলেন, নাসিরাবাদে ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় দুই চালক আহত হয়েছেন। এতে লোকো নম্বর ২৭০৬-এর সামনের গ্লাস (এলএম সাইটের) সম্পূর্ণ ভেঙে ক্যাব রুমে প্রবেশ করে।

- Advertisement -islamibank

জেএন/এও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM