কক্সবাজার শহরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন। আজ রোববার দুপুর ১ টায় শহরের কলাতলী লাইট হাউস এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার মো. সোলেমানের ছেলে আবুল কাশেম (৪৫) এবং শহরের জেল গেট এলাকার আব্দুল মোনাফের ছেলে নুরুল হুদা ওরফে জাম্বু (২৪)। আহত হাবিবুর রহমান (৩৫) শহরের ঘোনার পাড়ার বাসিন্দা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক মোহাম্মদ রুবেল জানান, সেপটিক ট্যাংকে তাঁরা ৭ জন শ্রমিক কাজ করছিলেন। প্রথমে আবুল কাশেম সেপটিক ট্যাংকের ভেতরে পরিষ্কার করতে নামেন। এতে ট্যাংকের ভেতরে ঢুকেই তিনি অচেতন হয়ে পড়েন। তাঁকে উদ্ধারে নেমে নুরুল হুদা ও হাবিবুর রহমানও অচেতন হয়ে পড়েন।
সদর মডেল থানার পরিদর্শক মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে শহরের লাইট হাউসের সৈকত আবাসিক এলাকায় সৌদিপ্রবাসী মোস্তাক আহমদের নির্মাণাধীন ভবনের একটি সেপটিক ট্যাংকে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এতে ট্যাংকের ভেতরে ঢুকে তিনজন শ্রমিক একে একে অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে দমকল বাহিনী তিন শ্রমিককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে মো. সেলিম উদ্দিন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে অক্সিজেন সংকটের কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
জেএন/এও