মেটাকে ‘সন্ত্রাসী ও চরমপন্থী’ সংগঠনের তালিকাভুক্ত করলো রাশিয়া

মার্কিন টেক জায়ান্ট মেটাকে ‘সন্ত্রাসী ও চরমপন্থী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া।

- Advertisement -

মঙ্গলবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ান ফেডারেল সার্ভিস ফর ফিন্যান্সিয়াল মনিটরিং। এর আগে, গত ফেব্রুয়ারিতে ‘রুশোফোবিয়া’ বা ‘রাশিয়াভীতি’ প্রচারের দায়ে মেটাকে অভিযুক্ত করে মস্কো প্রশাসন।

- Advertisement -google news follower

মস্কোর এমন পদক্ষেপের পর গত ১০ মার্চ এক ঘোষণায় মেটা জানায়, শুধুমাত্র ইউক্রেনীয় ভূখণ্ডের ব্যবহারকারীরা রুশ আক্রমণকারীদের ‘মৃত্যু কামনা’র মতো বক্তব্য-বিবৃতি মেটার অ্যাপগুলোতে প্রচারের অনুমতি পাবেন।

ফলে, মার্চের শেষের দিকে ‘চরমপন্থী কার্যকলাপ’ চালানোর দায়ে রাশিয়ায় নিষিদ্ধ হয় ফেসবুক ও ইনস্টাগ্রাম। তবে অসংখ্য রুশ নাগরিক ভিপিএনের মাধ্যমে এখনও এসব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন। নিষিদ্ধ হবার আগে দেশটিতে বিজ্ঞাপন ও অনলাইন ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতো ইনস্টাগ্রাম।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ মেটার বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন। রাশিয়ার এমন সিদ্ধান্তে তালেবানসহ অন্য সন্ত্রাসী সংগঠন ও রাশিয়াবিরোধী সংস্থার মতো সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত হলো মেটা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM