মার্কিন টেক জায়ান্ট মেটাকে ‘সন্ত্রাসী ও চরমপন্থী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া।
মঙ্গলবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ান ফেডারেল সার্ভিস ফর ফিন্যান্সিয়াল মনিটরিং। এর আগে, গত ফেব্রুয়ারিতে ‘রুশোফোবিয়া’ বা ‘রাশিয়াভীতি’ প্রচারের দায়ে মেটাকে অভিযুক্ত করে মস্কো প্রশাসন।
মস্কোর এমন পদক্ষেপের পর গত ১০ মার্চ এক ঘোষণায় মেটা জানায়, শুধুমাত্র ইউক্রেনীয় ভূখণ্ডের ব্যবহারকারীরা রুশ আক্রমণকারীদের ‘মৃত্যু কামনা’র মতো বক্তব্য-বিবৃতি মেটার অ্যাপগুলোতে প্রচারের অনুমতি পাবেন।
ফলে, মার্চের শেষের দিকে ‘চরমপন্থী কার্যকলাপ’ চালানোর দায়ে রাশিয়ায় নিষিদ্ধ হয় ফেসবুক ও ইনস্টাগ্রাম। তবে অসংখ্য রুশ নাগরিক ভিপিএনের মাধ্যমে এখনও এসব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন। নিষিদ্ধ হবার আগে দেশটিতে বিজ্ঞাপন ও অনলাইন ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতো ইনস্টাগ্রাম।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ মেটার বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন। রাশিয়ার এমন সিদ্ধান্তে তালেবানসহ অন্য সন্ত্রাসী সংগঠন ও রাশিয়াবিরোধী সংস্থার মতো সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত হলো মেটা।
জেএন/এমআর