বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক মাসুম আজিজ অনেক দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
আজ (১৩ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
তিনি বলেন, ‘মাসুম আজিজ ভাই স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার সুস্হতার জন্য দোয়া ও প্রার্থনা করুন।’
মঞ্চ, টেলিভিশন আর সিনেমায় খ্যাতি রয়েছে মাসুম আজিজের। বিশ্ববিদ্যালয় জীবন থেকে থিয়েটারের সঙ্গে মাসুম আজিজ। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ কর্মজীবনে চার শতাধিক নাটকে অভিনয় করেছেন মাসুম আজিজ।
২০০৬ সালে ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। চলতি বছর ভূষিত হয়েছেন একুশে পদকে।
জেএন/পিআর