তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ২৫

তুরস্কের উত্তরাঞ্চলের বারতিন প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকেই খনিতে আটকা পড়েছেন।

- Advertisement -

স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, প্রায় ৩০০ মিটার গভীরে বিস্ফোরণটি ঘটেছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

- Advertisement -google news follower

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় ওই খনিতে ১১০ জনের মতো কাজ করছিলেন। এর মধ্যে অর্ধেকই ৩০০ মিটার গভীরে ছিলেন।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা জানিয়েছেন, এরই মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

- Advertisement -islamibank

স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু জানিয়েছেন, প্রায় ৪৯ জন শ্রমিক ৩০০ থেকে ৩৫০ মিটার গভীরে ‘ঝুঁকিপূর্ণ’ স্থানে কাজ করছিলেন।

এদিকে, এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। এর কারণ জানতে তদন্ত চলছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আজ শনিবার ঘটনাস্থল পরদর্শন করবেন বলে জানা গেছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, নিখোঁজদের ফিরে পেতে স্বজনরা ওই খনির আশপাশে ভিড় জমিয়েছেন।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM