ভারতের হায়দ্রাবাদের একটি পুলিশ ফাঁড়ির বাইরে বসে সাদা কাগজে মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র লিখছে ছোট্ট একটি শিশু।
তার অভিযোগ প্রিয় চকলেট চুরি করে নিয়েছেন মা।দেশটির মধ্যপ্রদেশের বুরহানপুর পুলিশ ফাঁড়িতে ওই খুদের কাণ্ডকারখানা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে আরও দেখা গেছে, সাদা কাগজে মায়ের বিরুদ্ধে অভিযোগপত্রে ফুটে উঠছে শিশুটির কাঁচা হাতের লেখা। থানায় অবশ্য সে একা আসেনি। সঙ্গে পেয়েছে তার বাবাকেও।
সংবাদমাধ্যমের কাছে গোটা ঘটনা খুলে বলে ওই শিশুর বাবার দাবি, চোখে কাজল পরিয়ে দেওয়ার সময় টাল-বাহানা করছিল ছেলে।
সে সময় ছেলের গালে হাত দিয়ে আদর করেছিলেন তার মা। তবে কি শিশুটির অভিযোগ মিছে? ছেলের চকলেট চুরি করেননি তার মা? এ প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। যদিও খুদের কাণ্ড দেখে হাসির রোল উঠেছে।
থানায় এক নারী পুলিশ কর্মকর্তাকে বেশ যত্ন নিয়েই শিশুটিকে সাহায্য করেতে দেখা গেছে ভিডিওতে। শিশুটির কাছে ভান করেছেন, যেন তার অভিযোগপত্র নেওয়া হচ্ছে।
এরপর অবশ্য তাকে বুঝিয়ে-সুজিয়ে বাড়ি ফিরে যেতে রাজি করিয়ে ফেলেছেন। তবে এ হেন অকুতোভয় খুদের কীর্তি নিয়ে মুচকি হেসে তারিফ করেছে সমাজিক যোগাযোগ মাধ্যম।
জেএন/পিআর