আগে থেকেই সবকিছু ঠিক ছিল। শুধু বাকি ছিলো আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটাও করা হলো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির চেয়ারে বসেছেন রজার বিনি। সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হলেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের ৩৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন রজার। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি। বিসিসিআইয়ের সভাপতি পদে একমাত্র প্রাথী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি।
মঙ্গলবার বার্ষিক সাধারণ সভায় আর কোন প্রার্থী না থাকায় সৌরভ গাঙ্গুলি রজার বিনির নাম প্রস্তাব করেন। পরে বাকি সদস্যরা এতে সমর্থন জানান। ভারতীয় গণমাধ্যমের দাবি ভারতীয় ক্রিকেট বোর্ডে এবার ইলেকশন নয় সিলেকশন হয়েছে।
সভাপতির মতো অন্য পদ গুলোতে কোনও বিরোধী প্রার্থী ছিল না। ফলে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সহ-সভাপতি রাজীব শুক্লা, সচিব জয় শাহ, যুগ্ম সচিব দেবজিৎ শইকিয়া, কোষাধ্যক্ষ আশীস শেলার ও আইপিএলের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন অরুণ ধুমল।
জেএন/এমআর