বন্যহাতির আক্রমণে এক বিজিবি সদস্যের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফুলতলি সীমান্তে টহলের সময় বন্যহাতির আক্রমণে ভাল্লুকখাইয়া বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান মারা গেছেন।

- Advertisement -

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা সদর থেকে ৭-৮ কিলোমিটার দূরে অতি দুর্গম পাহাড়ে বন্যহাতির আক্রমণের তার মৃত্যু হয়।

- Advertisement -google news follower

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে বিজিবির একটি টহল দল সদর ইউনিয়নের ভাল্লুক খাইয়ার ৪৯ নং সীমান্ত পিলার এলাকায় টহলে যায়।

এ সময় জঙ্গল থেকে একটি বন্য হাতি ওই টহল দলের ওপর আক্রমণ করলে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে বিজিবির নায়েক সুবেদার আব্দুল মান্নান মারা যান।

- Advertisement -islamibank

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে আমাদের দেরি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে পৌছে যাব। মরদেহ উদ্ধার হলে বিস্তারিত বলতে পারব।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM