টেকনাফ-সেন্টমার্টিন নৌ পথে ১৭১ দিন জাহাজ চলাচল বন্ধ থাকার পর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সাগর উত্তাল থাকায় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এতো দিন জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়নি।
গত ৮ মে থেকে এ নৌ পথে পর্যটক পারাপারে নিয়োজিত জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল স্থানীয় প্রশাসন। শুক্রবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় টেকনাফ-দমদমিয়া জাহাজ ঘাট থেকে ২৭৩ জন যাত্রী নিয়ে কেয়ারী ক্রুজ এন্ড ডাইন এবং বে ক্রুজ জাহাজ ১৭০ জন যাত্রী নিয়ে প্রথম যাত্রা শুরু করে।
এখন থেকে এই রুটে নিয়মিত জাহাজ চলাচল করার বিষয়টি নিশ্চিত করেছেন কেয়ারী সিন্দাবাদ এবং কেয়ারী ক্রুজ এন্ড ডাইনের টেকনাফের ব্যবস্থাপক মোঃ শাহ আলম।
জয়নিউজ/জুলফিকার