যশোরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

যশোরে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মেহেদী হাসান (৩৬) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ সময় তার মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে বিস্ফোরিত হলে বাসটিতে আগুন ধরে যায়। প্রায় এক ঘণ্টার আগুনে বাসটি পুরো পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

- Advertisement -

শনিবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার রূপদিয়া গোপালপুর এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত মেহেদী হাসান খুলনার বয়রা এলাকার মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টারের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি বিজিবি সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেলে করে কর্মস্থল চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন মেহেদী হাসান। সদর উপজেলার রূপদিয়া গোপালপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার মোটরসাইকেলটি বাসের সঙ্গে বেঁধে প্রায় এক কিলোমিটার দূরে চাউলিয়া নামক স্থানে আগুন ধরে যায়। ওই আগুন বাসটিতে ছড়িয়ে পড়লে চালকসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর যশোর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। তার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

- Advertisement -islamibank

যশোর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আজিজুর রহমান বলেন, ‘আমরা এসে দেখি আগুন জ্বলছে। দ্রুত পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নিহতের পরিবারকে দুর্ঘটনার সংবাদ জানানো হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM