এক চীন নীতিতে চলবে বাংলাদেশ, আশা রাষ্ট্রদূতের

বাংলাদেশে বড় শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চায় চীন। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে বেইজিং কর্তৃপক্ষ।

- Advertisement -

আজ বুধবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এ সব কথা বলেন।

- Advertisement -google news follower

রাষ্ট্রদূত লি জিমিং আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের সরকার ও জনগণ অব্যাহতভাবে ‘এক চীন মতাদর্শ’ মেনে চলবে। তাইওয়ান প্রশ্নে চীনের আইনসম্মত ও ন্যায্য অবস্থান বুঝবে ও সমর্থন করবে বাংলাদেশ। সেই সঙ্গে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় চীনের সঙ্গে বাংলাদেশ একসঙ্গে কাজ করবে।

চীন ও বাংলাদেশ একে অন্যের ভালো প্রতিবেশী উল্লেখ করে লি জিমিং বলেন, দুই দেশই একে অপরের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার। দুই দেশ সব সময় নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাসংক্রান্ত মৌলিক স্বার্থের বিষয়ে একে অপরকে বুঝেছে এবং সমর্থন করেছে।

- Advertisement -islamibank

এক চীন নীতির প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের অঙ্গীকার ও ‘তাইওয়ানের স্বাধীনতা’র প্রতি বাংলাদেশের জোরালো বিরোধিতার প্রশংসা করেন তিনি।

চীনের রাষ্ট্রদূত রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানান। অপরদিকে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে নিহতের প্রতি সমবেদনা জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM