ইন্টার মিলানের বিপক্ষে গত ১৩ অক্টোবর ক্যাম্প ন্যুতে ৩-৩ গোলে সমতা করেছিল বার্সেলোনা। হারের সমান ওই সমতায় ‘মৃত্যু’ লেখা হয়ে গিয়েছিল কাতালানদের। অঙ্কের ম্যারপ্যাচে কেবল নিঃশ্বাস টুকু টিকে ছিল।
বুধবার ভিক্টোরিয়া প্লজেনকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার। বার্সার ‘ডেথ সার্টিফিকেট’ লিখে দিয়েছে। বিদায় করে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে। মৃত ওই বার্সাকে ৩-০ গোলে হারিয়ে ক্যাম্প ন্যুতে কবর খুড়ে গেছে বায়ার্ন মিউনিখ।
মাঠে নামার আগেই বিদায় লেখা হয়ে যাওয়া বার্সাকে শুরুতেই ধাক্কা দেয় বায়ার্ন মিউনিখ। ১০ মিনিটে গোল করেন সাদিও মানে। তাকে গোল করার সের্গিও গিনাব্রি। এরপর ৩১ মিনিটে গিনাব্রির পাস ধরে দ্বিতীয় গোল করেন চপোমোটিং।
ওই গোল শোধের সর্বোচ্চ চেষ্টা করে বার্সা। জাভি দ্বিতীয়ার্ধে রাফিনহা, তোরেস, ফাতিদের নামান। কিন্তু কোন কাজ হয়নি। বরং যোগ করা সময়ে ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। এ নিয়ে বায়ার্ন গ্রুপ পর্বের পাঁচ ম্যাচেই জয় পেল।
বার্সাকে এবার গত মৌসুমের মতো ইউরোপা লিগ খেলতে হবে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় ক্লাবটি বড় আর্থিক ধাক্কা খাবে। ২০ মিলিয়ন ইউরো বা ১৯৪ কোটি টাকার মতো ক্ষতি হবে দলটির। যে ধাক্কা বার্সা সামলে উঠতে পারবে কিনা বলা দুষ্কর।
জেএন/এমআর