বাংলাদেশকে ফাইজারের আরও ৭৮ লাখ ডোজ করোনার টিকা উপহার দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বুধবার (২৬ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় দূতাবাস উল্লেখ করে, পরিস্থিতি যাই হোক না কেন, যুক্তরাষ্ট্র এখনও বাংলাদেশকে কোভিড-১৯ এর টিকা সরবরাহ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের আরও ৭৮ লাখ ডোজ পেডিয়াট্রিক টিকা অনুদান দিয়েছে। যাতে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড টিকাদান অব্যাহত রাখা যায়।
এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া মোট টিকা অনুদান ৯ কোটি ৫০ লাখ ডোজ ছাড়িয়েছে, যা বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায় থেকে অনুদান হিসেবে পাওয়া মোট কোভিড-১৯ টিকার ৭০ শতাংশেরও বেশি।
জেএন/এমআর