মাদারীপুরের সদরে শরীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার পূর্ব ছিলারচরের নিজ বাড়ি থেকে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার বাবুল সরদার সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন ‘ভুক্তভোগীর’ মা। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি।
এজাহারে বলা হয়েছে, ওই কিশোরীর পরিবার অভিযুক্ত সাবেক চেয়ারম্যান বাবুল সরদারের বাসায় ভাড়া থাকত। মা একটি স্কুলে অফিস সহায়কের কাজ করেন, বাবা দিনমজুর। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ১৪ বছরের মেয়েকে বাসায় একা রেখেই কাজে যেতে হতো এই দম্পতিকে।
গত ২৯ সেপ্টেম্বর দুপুরে বৃষ্টি শুরু হলে কেউ না থাকার সুযোগে বাবুল তাদের ঘরে যান, জোরপূর্বক ধর্ষণ করেন মেয়েটিকে। সন্ধ্যায় বাড়ি ফিরে বিষয়টি বুঝতে পেরে রাতেই তাকে অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করেন বাবা-মা। এর একদিন পর মাদারীপুর সদর মডেল থানায় বাবুলকে আসামি করে মামলা করেন মা।
জয়নিউজ/পিডি