চট্টগ্রামে মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেল ঘণ্টায় ৬৯ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। তিনি নগরীর হালিশহর থানা এলাকার বাসিন্দা। নাম মো. শাহজাহান মিয়া।
তাছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগর ও জেলায় নতুন করে ৩১ জন আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়, তবে আক্রান্তদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া একজন নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১৪ জন মারা গেছেন।
তাছাড়া গেল ২৪ ঘন্টায় আক্রান্ত ৩১ জনসহ চট্টগ্রামে চলতি বছরে মোট ২ হাজার ৩৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই হাজার ৩শ ৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বর্তমানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৩ জন রোগী ভর্তি রয়েছেন।
জেএন/পিআর